আদর্শ হিন্দু হোটেল

 আদর্শ হিন্দু হোটেল

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়


অনেক দিনের ইচ্ছা ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "আদর্শ হিন্দু হোটেল" বইটি পড়ব। কিন্তু হয়ে ওঠেনি। বাড়িতে বইটা নেই-ও।


দুইমাস ধরে অর্ডার করার চেষ্টা করছি কিন্তু কোনোটাই এই লকডাউনের মধ্যে বই ডেলিভারি দিচ্ছে না। দুইয়েকটা যা দেয় তাতে বইয়ের দামের চেয়ে ডেলিভারি চার্জ বেশি। 


বইটই (boitoi) নামের একটা এপ থেকে বইটা পড়লাম। 


বইটির বিষয়ে পাওলো কোয়েলহোর আলকেমিস্ট থেকে একটা উক্তি বলা যায় "When you want something, all the universe conspires to make it happen".  এর বেশি কিছু বলা লাগে না। বলতে গেলে পাঠক বইটি পড়ার আগ্রহ হারিয়ে ফেলবেন।


বারাক ওবামা যেমনটি বলেছেন, মানুষ তার স্বপ্নের সমান বড়ো। আসলেই তাই। মানুষ যা ভাবতে পারে― যা স্বপ্ন দেখতে পারে তা বাস্তবায়নও পারে। মানুষের যদি কোনো গুণ থাকে, তা যে ধরণের গুণই হোক না কেন চর্চা করা উচিত। ডিটার্মিনেশিন থাকলে সাফল্য আসবেই। যদি সফল সে না-ও হয় তাহলেও সে অন্যের জন্য উদাহরণ হয়ে থাকতে পারবে― স্বামী বিবেকানন্দের কথা। 


জীবনে বড় কিছু করার জন্য বয়স কোনো ব্যাপার না। উপন্যাসটা আমার কাছে পাওলো কোয়েলোর আলকেমিস্ট কিংবা আর্নেস্ট হেমিংওয়ের দি ওল্ড ম্যান এন্ড দ্যা সি'র চেয়ে কোনো অংশে কম নয়। 


যাহোক, আগ্রহী পাঠকদের জন্য যথা সম্ভব স্পয়লার এড়িয়ে  বইটা সম্পর্কে দুটি কথা বলার চেষ্টা করলাম। জীবনে মটিভেশনের দরকার হলে গল্পটা পড়তে পারেন। জীবনকে বদলে দেয়ার জন্য বইটি কম প্রভাবশালী নয়। 

Post a Comment

0 Comments