গুণীজন কহেন
"গুণীজন কহেন" কথাসাহিত্যিক স্বকৃত নোমানের (Swakrito Noman) একটি সাক্ষাৎকারের বই। বইটিতে সমসাময়িক ১৪ জন বিশিষ্ট ব্যক্তির সাক্ষাৎকার আছে। সাক্ষাৎকারগুলো গ্রহণ করা হয়েছিল ২০১১ সালে। এর মধ্যে দুই একজন মারাও গেছেন।
বইটিতে কবি, প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার সহ বিভিন্ন পেশার, ঘরানার, মতের, পথের, চিন্তার ব্যক্তিবর্গের চিন্তা-ভাবনা জানার সুযোগ আছে। সাক্ষাতকারদাতাদের রাজনৈতিক, ধর্মীয়, মৃত্যুভবনা, প্রেম, লেখালেখি বিভিন্ন বিষয় জানা যাবে।
বিশিষ্ট যে #চৌদ্দজনের সাক্ষাৎকার নেয়া হয়েছে তাঁরা হলেন:
১) কথাসাহিত্যিক আব্দুস শাকুর
২)কবি ও কথাসাহিত্যিক আবুবকর সিদ্দিক
৩) কবি আল মাহমুদ
৪) বাকশিল্পী নাজমুল হুসাইন
৫) চলচ্চিত্র নির্মাতা নাসিরউদ্দিন ইউসুফ
৬) কবি ফরহাদ মজহার
৭) নাট্যকার মামুনুর রশিদ
৮) কবি মোহাম্মদ রফিক
৯) বুদ্ধিবৃত্তিক যতীন সরকার
১০) কবি রফিক আজাদ
১১) ঔপন্যাসিক রিজিয়া রহমান
১২) ইতিহাসবিদ সালাউদ্দিন আহমেদ
১৩) ইতিহাসবিদ সিরাজুল ইসলাম
১৪) কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।
0 Comments